বিরক্তিকর কলারকে শিক্ষা দিন

 
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছিআশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন
আজ অনেকদিন পর লিখতে বসলাম একটি মজার জিনিস শেখাবো আজ আপনাদের অনেকেই জানেন এটা,আবার অনেকেই জানেন না
যারা জানেন তাদের জন্য না।এটা আমাদের বাংলাদেশে খুবই প্রয়োজনীয়।আমাদের অনেক সময় বিরক্তিকর কল এসে ডিস্টার্ব করে
থাকে।আপনারা অনেকেই বিরক্তিকর কলারের হাত বাচার জন্য বিভিন্ন ধরনের কল ব্লক সার্ভিস ব্যবহার করে থাকেন এতে আপনাদের
আকাউন্ট থেকে নির্দিস্ট পরিমান টাকা কেটে নিয়ে যাই।আবার অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি,কিন্তু সব মোবাইলে সফটওয়্যার সাপোর্ট করে না।
আজকে আমি দেখাব কিভাবে কল ব্লক সার্ভিস বা সফটওয়্যার ব্যবহার না করে কলারকে শিক্ষা দেয়া যাই।এতে আপনার কোন টাকা কাটবে না কিন্তু কলারের টাকা ঠিকই কেটে নিবে।এর জন্য আপনাকে যা করতে হবে।প্রথমে
মোবাইলের Call divert অপশনে যান
এখন Divert when busy > If busy> Activate সিলেক্ট করুন
এখন To other number অপশনে আপনি আপনার অপারেটর সিলেক্ট করুন
. জিপি ইউজার- ১২৬৬ চাপুন
. রবি ইউজার- ৮১২১ চাপুন
. এয়ারটেল ইউজার- ৭৮৯ চাপুন
. বাংলালিংক ইউজার ৭৭০ চাপুন
 ব্যস ! আপনার কাজ শেষ  এখন আপনাকে কেউ কল করে বারবার বিরক্ত করলে জাস্ট কলটি রিসিভি না করে কেটে দিন তার মোবাইলে অহেতুক কলচার্জ কাটা শুরু হয়ে যাবে তাহলে
আর যদি বিরক্তিকর কলারকে দমিয়ে রাখতে না চান তাহলে মোবাইলের কল ডাইভার্ট অপশন থেকে Divert when busy / If busy >cancel অপশনে গিয়ে এই সিস্টেম অফ করে দিন

1 comment:

  1. - thong tin khuyen mai ve gia xe fortuner 2017 nhap khau tai ha noi
    - khuyen mai dau xuan khi mua xe new outlander 2017 nhap khau chinh hang
    - uu dai lon khi mua xe tải dongben nhập khẩu tai cac dai ly tren toan quoc

    ReplyDelete